প্রথম বিভাগ ফুটবল লিগ শুরুর তারিখ পরিবর্তন হয়েছে। এই লিগ আগামী ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ৬ অক্টোবর হতে শুরু করা হবে। গত ২৯ আগস্ট অনুষ্ঠিত সিডিএফএ নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে প্রিমিয়ার ফুটবল লিগ আগামী ৫ সেপ্টেম্বর হতে শুরু হবে। এ লিগে অংশগ্রহণকারী দলের ম্যানেজার এবং প্রশিক্ষকদের সাথে মতবিনিময় সভা আজ ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, দলীয় ম্যানেজার এবং প্রশিক্ষকদেরকে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সহ মতবিনিময় সভায় উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।