প্রথম বিদেশি হিসেবে ব্রাজিলের কোচ হলেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১৩ মে, ২০২৫ at ৮:১৮ পূর্বাহ্ণ

মৌসুম শেষ হলে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চেয়েছিলেন কার্লো আনচেলত্তি, তবে এর বেশ আগেই তার পরবর্তী গন্তব্যের কথা জানা গেছে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে নেইমারভিনিসিউসদের নতুন কোচ হলেন তিনি। বেশ কিছু দিন ধরে চলছিল আলোচনা। সোমবার চলে এলো ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) আনুষ্ঠানিক ঘোষণা। প্রথম বিদেশি হিসেবে লাতিন আমেরিকার দেশটির কোচ হলেন আনচেলত্তি। নতুন ভূমিকায় তার আনুষ্ঠানিক পথচলা শুরু হবে আগামী ২৬ মে। ২০২২ বিশ্বকাপে ব্যর্থতায় তিতে সরে দাঁড়ানোর পর থেকে, আনচেলত্তিকে পেতে জোর চেষ্টা চালায় ব্রাজিল। কিন্তু ক্লাব ফুটবলে দারুণ সফল এই কোচ প্রতিবারই ফিরিয়ে দেন দক্ষিণ আমেরিকার দলটিকে। গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের ৪১ ব্যবধানে হারার পর পুরোনো সেই গুঞ্জন আবারও ডালপালা মেলতে শুরু করে। ওই হারের পরই দরিভাল জুনিয়রকে বরখাস্ত করে ব্রাজিল। এদিকে আনচেলত্তির কোচিংয়ে ভুগছে ইউরোপের সফলতম দল রিয়াল মাদ্রিদও। এক মৌসুমে বার্সেলোনার বিপক্ষে হেরেছে চারটি ক্লাসিকোয়। এর শেষটিই হয়তো আনচেলত্তির ভবিষ্যৎ আগেভাগে নির্ধারণে বড় ভূমিকা রেখেছে। গত রোববার পর্যন্ত ২০ গোলে এগিয়ে গিয়েও প্রথমার্ধেই ৪২ গোলে পিছিয়ে পড়ে রিয়াল। শেষ পর্যন্ত হারে ৪৩ গোলে। পর দিনই তাকে কোচ করার কথা জানাল ব্রাজিল। অনেক চেষ্টার পর আনচেলত্তিকে পেয়ে ভীষণ খুশি ব্রাজিল। ক্লাব ফুটবলের সফল কোচদের একজন আনচেলত্তি এবার প্রথমবার কোনো জাতীয় দলকে কোচিং করাবেন। ব্রাজিল এই মুহূর্তে খুব একটা ভালো অবস্থায় নেই। ২০২৬ বিশ্বকাপ লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে আছে তারা। এখন পর্যন্ত ১৪ ম্যাচ কেলে কেবল ৬টি জিতেছে দলটি, ড্র তিনটিতে, পয়েন্ট ২১।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের নতুন বোলিং কোচ শন টেইট
পরবর্তী নিবন্ধপটিয়ায় পূর্ব বিনানিহারা একতা সংঘের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন