প্রথম বিতর্কে মুখোমুখি হচ্ছেন বাইডেন-ট্রাম্প

ঝুলছে বয়সের খাঁড়া | বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৫:৫২ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এ যাবৎকালের সবচেয়ে বুড়ো দুই প্রতিদ্বন্দ্বী জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প প্রথম বিতর্কে মুখোমুখি হতে চলেছেন। তাদের বয়স এবারের নির্বাচনে ভোটারদের কাছে উদ্বেগের একটি বড় বিষয় হয়ে আছে, যা এড়াতে পারবেন না দুজনের কেউই। যুক্তরাষ্ট্রের বর্তমান ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট ৮১ বছর বয়সী জো বাইডেন এবং তার প্রবল প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের ৭৮ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এতদিন দূর থেকে একে অপরকে বাক্যবাণ ছুড়েছেন। এবার আজ বৃহস্পতিবার আটলান্টায় বিতর্কে মুখোমুখি লড়াই করবেন তারা। আর পর্দায় তাদের এই বিতর্কে চোখ রাখা আমেরিকানরা দুজনের শারীরিকমানসিক শক্তির তুলনা করার সুযোগ পাবেন। খবর বিডিনিউজের।

যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচার তুঙ্গে থাকার এই সময়ে জনমত জরিপগুলোতে এখন পর্যন্ত বাইডেনট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এ পরিস্থিতির মধ্যেই মুখোমুখি বিতর্কে নামছেন তারা। আটলান্টার ৯০ মিনিটের এ বিতর্ক অনুষ্ঠানে উন্নত প্রযুক্তির একাধিক ক্যামেরার সামনে দুই প্রতিদ্বন্দ্বী বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলবেন, যার মধ্যে থাকবে অর্থনীতি থেকে শুরু করে বিদেশে চলমান যুদ্ধ, অভিবাসন এমনকী গণতন্ত্রের ভবিষ্যতের বিষয়ও। এছাড়া ট্রাম্প আমলের ব্যর্থ কোভিডনীতি, আর্থিক ঘাটতি, মিথ্যাচার এবং ক্যাপিটলে দাঙ্গার প্রসঙ্গ তুলতে পারেন বাইডেন। আবার বাইডেনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তায় অবহেলা, কূটনৈতিক ব্যর্থতার মতো প্রসঙ্গ টেনে আনতে পারেন ট্রাম্প। এত সব বিষয় নিয়ে কথা বলতে গিয়ে তারা মুখ ফসকে ভুল কিছু বলে ফেললে বা আমতা আমতা করলে তা জনমনে তাদের বয়স নিয়ে উদ্বেগকে আরও বাড়িয়ে তুলতে পারে। এতে উল্টেপাল্টে যেতে পারে ভোটের সমীকরণ।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৪.৫২ কোটি টাকা
পরবর্তী নিবন্ধআদালত চত্বর থেকে ফের গ্রেপ্তার অরবিন্দ কেজরিওয়াল