এশিয়ান কাপের মূল পর্বে খেলার আগে নিজেদের গুছিয়ে তোলার লক্ষ্যে থাইল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। এক যুগ পরের দেখায় শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে চমক দেখাতে পারেনি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে হেরে যায় তারা। থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল ট্রেনিং সেন্টারে গতকাল শুক্রবার প্রথম প্রীতি ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৩–০ গোলে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় প্রীতি ম্যাচে সোমবার ফের মুখোমুখি হবে দুই দল। থাইল্যান্ডের ব্যাংককে ফিফা স্বীকৃতিপ্রাপ্ত ম্যাচ হলেও বাফুফে ও থাই ফুটবল এসোসিয়েশন ম্যাচটি ক্লোজড ডোর রাখে।
গত জুলাইয়ে উইমেন’স এশিয়ান কাপের বাছাই পেরুনোর ইতিহাস গড়ার পর এই প্রথম খেলতে নামল ঋতুপর্না–তহুরারা। টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকার পর তারা পেল হারের তেতো স্বাদ। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১০৪তম) চেয়ে যোজন যোজন এগিয়ে থাকা থাইল্যান্ড (৫৩তম) প্রথম মিনিটেই এগিয়ে যায় ওরাপিন ওয়েনগিওনের গোলে। প্রথমার্ধে শেষ করে ১–০ ব্যবধানে এগিয়ে থেকে থাইল্যান্ড। ৫১তম মিনিটে সোয়ালাক পেঙ্গাম ও ৮৬তম মিনিটে পাত্তারানান বাড়ান ব্যবধান। ২০১৩ সালে সবশেষ দেখায় থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের খুবই তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। সেবার থাইল্যান্ডের কাছে ৯–০ গোলের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। আগামী মার্চে অস্ট্রেলিয়াতে হতে যাওয়া উইমেন’স এশিয়ান কাপ সামনে রেখে এই প্রীতি ম্যাচগুলো খেলছে বাংলাদেশ। এদিকে এই হারের পর বাংলাদেশ নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার ফুটবলারদের মানসিকতা ও আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় বাটলার বলেন, ‘কয়েকজন ফুটবলার ভুল মানসিকতা নিয়ে মাঠে নেমেছে, এমন অমনোযোগী মনোভাব আমি কিছুতেই সহ্য করব না। কেউ যদি আমার দলে খেলতে চায়, দেশের প্রতিনিধিত্ব করতে চায়, তাহলে এমন মানসিকতা নিয়ে আসতে পারবে না যা জাতীয় দলের সঙ্গে মানানসই নয়।’ বাটলার গতকাল ম্যাচের মধ্য বিরতির সময় তহুরা ও মুনকির পরিবর্তে সাগরিকা ও রিপাকে নামান। ৭০ মিনিটে এক সঙ্গে অধিনায়ক আফিদা, ঋতুপর্ণা, শামসুন্নাহার, শিউলি আজিমের পরিবর্তে হালিমা, জয়নব বিবি, নবিরন ও শিখাকে নামান।












