খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পর্দাপণে প্রকাশিত হলো প্রথম স্মারকগ্রন্থ ‘উজ্জীবন’। গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে প্রকাশনাটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। তিনি বলেন,এই স্মরণিকার মাধ্যমে ইতিহাস জানবে–তাদের অগ্রজরা কীভাবে কি করেছেন। এটি আগামী প্রজন্মের জন্য সংরক্ষিত থাকবে এবং প্রাসঙ্গিকও থাকবে। সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজু ও কার্যনির্বাহী সদস্য জয়ন্তী দেওয়ানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচায যুগ্মসম্পাদক সমির মল্লিকের সম্পাদনায় প্রকাশিত স্মরণিকায় বিভিন্ন লেখকের প্রবন্ধ, মতামত, প্রাণ–প্রকৃতি,ভ্রমণ, কবিতা, স্মৃতির খেরোখাতা, ৩৬ জুলাইয়ের স্মৃতি বিশেষভাবে স্থান পেয়েছে।
প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন কমান্ডার মো.খাদেমুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো.হাসান মারুফ,অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান,বিভাগীয় বন কর্মকর্তা মো.ফরিদ মিঞা,জামায়েত ইসলামী জেলা আমীর সৈয়দ আবুল মোমেন, অধ্যক্ষ মধু মঙ্গল চাকমা, মথুরা বিকাশ ত্রিপুরা, এস অনন্ত বিকাশ ত্রিপুরা, ডা.সুশান্ত বড়ুয়া, ঞ্যোহ্লা মং, অংসু মারমা, ম্রাসাথোয়ায় মারমা, কবি চিংলামং চৌধুরী, ধর্মরাজ বড়ুয়া, ইউসুফ আদনান, মো.কা্উসার আজিজী, আবদুল মালেক মিন্টু, বেদারুল ইসলাম প্রমুখ।











