প্রথম ধাপের থেরাপি শেষে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?

| শনিবার , ১ নভেম্বর, ২০২৫ at ৮:৩৮ পূর্বাহ্ণ

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন লন্ডনে। পরিবার জানিয়েছে, প্রথম ধাপের কেমোথেরাপি সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। অভিনেতা এখন অবস্থান করছেন লন্ডনে তার একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায়। খবর বাংলানিউজের। কাঞ্চনের জামাতা আরিফুল ইসলাম জানিয়েছেন, আলহামদুলিল্লাহ, আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তাকে। ছয় সপ্তাহের রেডিওথেরাপি শেষ হয়েছে, এখন চার সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। তিনি আরও জানান, ডিসেম্বরের শেষ দিকে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা পাওয়া যাবে। উল্লেখ্য, গত ২৬ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে ইলিয়াস কাঞ্চনকে লন্ডনের হারলি স্ট্রিট ক্লিনিকে ভর্তি করা হয়। পরে ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়।

পূর্ববর্তী নিবন্ধসালমান ছোট বোনের মতো দেখতেন, তবে দারুণ বন্ধুত্ব ছিল : শাবনূর
পরবর্তী নিবন্ধযৌন কেলেঙ্কারিতে রাজার ভাই, হারাচ্ছেন ‘প্রিন্স’ উপাধিসহ যত সুবিধা