গত ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়ানো বিপিএলের ১১ তম আসরের প্রথম পর্ব শেষ হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত এই রাউন্ড শেষে সবার উপরে রংপুর রাইডার্স। এই পর্বে সবচাইতে বেশি তিন ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স। যেখানে সবকটি ম্যাচে জিতে তাদের সংগ্রহ সবচাইতে বেশি ৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে দুই ম্যাচের দুটিতে জেতা খুলনা টাইগার্স। তিন নম্বরে রয়েছে চিটাগাং কিংস। দুই ম্যাচের একটি জয় আর একটিতে পরাজয় চিটাগাং এর। তাদের পয়েন্ট দুই। আরো দুটি দলের পয়েন্ট দুই। তবে রান রেটে এগিয়ে থাকায় চিটাগাং কিংস রয়েছে তিন নম্বরে। ঢাকা পর্বে চার দিনে বিপিএলের আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তবে এবারের বিপিএলটা শুরু হয়েছে দুর্দান্তভাবে। যেখানে প্রতিটা ম্যাচেই রানের বন্যা বইয়ে দিয়েছে ব্যাটাররা। আবার বোলাররাও যে একেবারে উইকেটের দেখা পাননি তা কিন্তু নয়। বোলারারও বল হাতে দারুণ করেছে। বলা যায় বিপিএলে যেমনটি দেখতে চায় দর্শকরা ঠিক তেমনটি হয়েছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের আট ম্যাচে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের প্রতিটা ম্যাচেই দেড়শর বেশি রান হয়েছে। তিনটি ম্যাচেতো দুইশ রান হয়েছে। তাই ঢাকায় যে বিপিএল শুরু হয়েছে সেটা যেন দেশের বাকি দুটি ভেন্যুতে বজায় থাকে সেটাই চান দর্শকরা।
আজ শুরু হচ্ছে বিপিএলের ঢাকা পর্ব। এই পর্বে ছয় দিনে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৩ জানুয়ারী শেষ হবে বিপিএলের সিলেট পর্ব। আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে দুপুর দেড়টায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। এবারের বিপিএলের ঢাকা পর্বে একটি মাত্র ম্যাচ খেলেছে সিলেট। সে ম্যাচে হেরেছে তারা। তাই আজ নিজেদের মাঠে জয়ে ফিরতে চাইবে সিলেট সেটা নিশ্চিত করেই বলা যায়। যদিও লিগে দুর্দান্ত ফর্মে রয়েছে রংপুর রাইডার্স। তিন ম্যাচের তিনটিতেই জিতেছে তারা। যেখানে চ্যাম্পিয়ন বরিশালকেও হারিয়েছে রংপুর। এদিকে আজ সন্ধ্যা দুর্বার রাজশাহী এবং বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল পরষ্পরের মোকাবেলা করবে। ঢাকা পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দু দল। যেখানে প্রথমে ব্যাট করে ১৯৮ রান করেও জিততে পারেনি। মাহমুদউল্লাহ এবং পাকিস্তানী ফাহিম আশরাফের দুর্দান্ত ব্যাটিং সেদিন রাজশাহীর জয় কেড়ে নিয়েছিল বরিশাল। আজ নিশ্চয়ই সে হারের প্রতিশোধ নিতে চাইবে দুর্বার রাজশাহী। দলটির ব্যাটাররা বেশ ভাল ফর্মে থাকলেও শেষ ম্যাচটা একেবারে বাজে কেটেছে তাদের। সে ম্যাচে রাজশাহীর বিপক্ষে ২১৯ রানের বিশাল পাহাড় গড়েছিল চিটাগাং কিংস। যাপর জবাবে মাত্র ১১৪ রানে অল আউট হয় রাজশাহী। তাই বরিশালের বিপক্ষে আজ কতটা ফিরে আসতে পারে রাজশাহী সেটা নিশ্চয়ই দেখার বিষয়। ১৩ জানুয়ারী রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হবে এবারের বিপিএলের সিলেট পর্ব। এরপর বিপিএল পাড়ি জমাবে চট্টগ্রামে।