প্রথম দিনে মঞ্চস্থ হলো শঙ্খ উপাখ্যান ও আমাদের ৭১

মুক্তাঙ্গন নাট্যোৎসব

| মঙ্গলবার , ২১ ডিসেম্বর, ২০২১ at ১১:০৮ পূর্বাহ্ণ

‘যুক্ত হবো সবার সাথে মুক্ত নাটক নিয়ে’ এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ৩ দিন ব্যাপী ‘মুক্তাঙ্গন নাট্যোৎসব’।
গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের অনিরুদ্ধ মুক্তমঞ্চে আয়োজিত নাট্য উৎসবের উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্দেশক রবিউল আলম। চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ্‌ আলম সঞ্চালিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি খালেদ হেলাল।
উৎসবের প্রথম দিন দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যভূমি, এরপর অভিক ওসমান রচিত ও ম. সাইফুল আলম চৌধুরীর নবনাট্যায়ন ও নির্দেশিত নাটক ‘শঙ্খ উপাখ্যান’ পরিবেশন করে গণায়ন নাট্য সম্প্রদায়। এতে অভিনয় করেন, মো. আবু তাহের, তৌহিদ হাসান ইকবাল, সজল দে, ফাল্গুনী দাস, মামুন, আজাদ, লাব্রিচাই, রায়হান, সায়হাম, অনিমেষ ও পিউ।
সবশেষে শারমিন সুলতানা রাশা রচিত ও নির্দেশিত নাটক ‘আমাদের ৭১’ পরিবেশন করে নাট্যধার। এতে অভিনয় করেন মোস্তফা কামাল যাত্রা, বাহাউদ্দিন মিরন, আবুল হাসেম খান, জসিম উদ্দিন, নজরুল ইসলাম তুহিন, তাসলিমা আক্তার মুক্তা, রবিউল হক সাফওয়ান, শাকিল মুরাদ, শান্তা ভট্টাচার্য, সানজানা হক সুমনা ও তানিয়া আক্তার। আজ মঙ্গলবার উৎসবের ২য় দিন দলীয় নৃত্য পরিবেশন করবে সৃষ্টি কালচারাল ইনস্টিটিউট, নাটক ‘দালাল’ পরিবেশন করবে লোক থিয়েটার ও নাটক ‘এই সেই হাত’ পরিবেশন করবে অঙ্গন থিয়েটার ইউনিট ও ২২ ২২ ডিসেম্বর উৎসবের সমাপনী দিনে দলীয় নৃত্য পরিবেশন করবে চট্টগ্রাম নৃত্য নিকেতন। নাটক ‘আমার একাত্তর’ পরিবেশন করবে অরিন্দম নাট্য সম্প্রদায়, নাটক ‘শুভ হরতাল’ পরিবেশন করবেন অ্যাঁভাগার্ড, নাটক ‘বীরাঙ্গনা’ পরিবেশন করবে কালপুরুষ নাট্য সম্প্রদায় ও নাটক ‘একাত্তরের তেলেসমাতি’ পরিবেশন করবে থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম। নাটক প্রতিদিন সন্ধ্যা ৬টায় শুরু হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের বার্ষিক সভা
পরবর্তী নিবন্ধনতুন গানে ব্যস্ত আনিসা