প্রথম দিনে পদক তালিকার শীর্ষে ব্রাদার্স

সিজেকেএস সাঁতার প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৭ ডিসেম্বর, ২০২১ at ১১:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং জিপিএইচ ইস্পাত লি: এর পৃষ্ঠপোষকতায় মুজিববর্ষ সিজেকেএস সাঁতার প্রতিযোগিতা-গতকাল ৬ ডিসেম্বর সকালে সিজেকেএস সুইমিং কমপ্লেক্স শুরু হয়। প্রথম দিন অনূর্ধ্ব-১৬ ক্যাটাগরিতে ৫০ মিটার ফ্রি স্টাইল, ৫০ মিটার বাটারফ্লাই এবং উন্মুক্ত ক্যাটাগরিতে ২০০ মিটার ফ্রি স্টাইল, ৫০ মিটার ব্যাক স্ট্রোক, ১০০ মিটার ব্যাক স্ট্রোক, ২০০ মিটার ব্যাক স্ট্রোক ও ৫০ মিটার বাটারফ্লাই অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার প্রথম দিনে পদক তালিকায় শীর্ষে আছে ব্রাদার্স ইউনিয়ন। তারা ৩টি স্বর্ণ এবং ৩টি রৌপ্য পদক লাভ করে। দ্বিতীয় স্থানে আছে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। তারা ২টি স্বর্ণ পদক পেয়েছে। বাংলাদেশ রেলওয়ে এস এ তৃতীয় স্থানে রয়েছে। তারা ১টি স্বর্ণ এবং ১টি তাম্র পদক লাভ করে। শতদল, বাকলিয়া একাদশ (জুনিয়র) এবং চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট ক্লাব প্রত্যেকেই ১টি করে রৌপ্য পদক পেয়েছে। এছাড়া চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, হালিশহর লাকী ক্লাব, রেলওয়ে রেঞ্জার্স এবং শতদল জুনিয়র প্রত্যেকেই পেয়েছে ১টি করে তাম্র পদক। দু’দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী আজ। গতকাল সোমবার প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লি: এর নির্বাহী পরিচালক (মার্কেটিং) শোভন মাহমুদ শাহাবুদ্দীন রাজ, মিডিয়া এ্যাডভাইজার অভীক ওসমান। সিজেকেএস সহ-সভাপতি ও সাঁতার কমিটির চেয়ারম্যান এ.কে.এম. এহেছানুল হায়দর চৌধুরী (বাবুল) এর সভাপতিত্বে এবং সিজেকেএস সাঁতার কমিটির ভাইস চেয়ারম্যান আছলাম মোরশেদ এর সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাঁতার কমিটির সম্পাদক মাহমুদুর রহমান মাহবুব। বক্তব্য রাখেন সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মো. মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য নাসির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. হারুন আল রশীদ, মনোরঞ্জন দে, সিজেকেএস কাউন্সিলর প্রবীন কুমার ঘোষ, মো. এনামুল হক, আব্দুর রশিদ লোকমান, রাইহান উদ্দিন রুবেল, সাইফুল আলম খান, আনজুমান আরা, সিজেকেএস সাঁতার কমিটির ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সাগর, যুগ্ম সম্পাদক মো. আকতারুজ্জামান, ফজল রব্বান সুইট, সদস্য আসাদুজ্জামান খান প্রমুখ। আজ ৭ ডিসেম্বর বিকাল ৪টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন।

পূর্ববর্তী নিবন্ধলঙ্কা প্রিমিয়ার লিগে খরুচে আল আমিনের ২ উইকেট
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩৫.২০ কোটি টাকা