প্রথম দিনে খেলা হলো ১৩.২ ওভার

গ্যাবায় বৃষ্টির দাপট

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৫ ডিসেম্বর, ২০২৪ at ১১:১৬ পূর্বাহ্ণ

প্রথম দফা বৃষ্টির পর তবু খেলা হতে পারল কিছুক্ষণ। দ্বিতীয় দফায় আর একটিও বল খেলা সম্ভব হলো না। ব্রিজবেন টেস্টের প্রথম দিনের রোমাঞ্চউত্তেজনা সব ভেসে গেল বৃষ্টিতে। যতটুক খেলা হলো, সেখানে দৃঢ়তা দেখালেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার উসমান খাওয়াজা ও ন্যাথান ম্যাকসুয়েনি। গ্যাবায় সিরিজের তৃতীয় টেস্টে শনিবার খেলা হতে পারে স্রেফ ১৩.২ ওভার। অ্যাডিলেইডে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানো অস্ট্রেলিয়ার সংগ্রহ বিনা উইকেটে ২৮ রান। সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। উইকেটে আছে ঘাসের ছোঁয়া। কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে টস জিতে বোলিং নেন ভারত অধিনায়ক রোহিত শার্মা। যদিও প্রথম দফায় বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৫.৩ ওভারে অস্ট্রেলিয়ান ওপেনারদের অস্বস্তিতে ফেলতে পারেননি জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজরা। এই সময়ে খাওয়াজা ২২ বলে করেন ১৩ রান। আধা ঘন্টা পর আবার শুরু হয় খেলা। হার্শিত রানার জায়গায় একাদশে ফেরা আকাশ দিপ তৃতীয় বোলার হিসেবে আক্রমণে বেশ ভালো বোলিং করেন। সুইংয়ের পাশাপাশি মুভমেন্ট আদায় করে নেন তিনি। লড়াই জমে উঠছিল যখন, তখনই আবার হানা দেয় বৃষ্টি। এই দফায় ৭.৫ ওভারে স্রেফ ৯ রান দেয় ভারত। দীর্ঘ অপেক্ষার পরও আর খেলা শুরু করতে না পারায় স্থানীয় সময় বিকেল সোয়া চারটার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। খাওয়াজা ৪৭ বলে ৩ চারে ১৯ ও ম্যাকসুয়েনি ৩৩ বলে ৪ রানে অপরাজিত আছেন।

পূর্ববর্তী নিবন্ধ‘দল হিসেবে খেলতে পারলে ক্যারিবিয়দের হারানো সম্ভব’
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার লিগে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারাল মোহামেডান