প্রথম দল হিসেবে সেমিতে মর্নিং ফিটনেস জোন

ভেটারেন ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১ নভেম্বর, ২০২০ at ৫:৫৩ পূর্বাহ্ণ

একদিন বিরতির পর চট্টগ্রাম জার্নালিস্টস স্পোর্টস ক্লাব (সিজেএসসি) আয়োজিত কে এম এজেন্সি ভেটারেন (চল্লিশোর্ধ) ফুটবল টুর্নামেন্ট গতকাল থেকে আবার শুরু হয়েছে। গতকাল শনিবার গ্রুপ-‘খ’ এর দুটি খেলা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় মর্নিং ফিটনেস জোন ৩-২ গোলে চকবাজার স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচ জয়ের সুবাদে মর্নিং ফিটনেস জোন প্রথম দল হিসেবে টুর্নামেন্টের সেমিফাইনালে খেলা নিশ্চিত করলো। দু’খেলা শেষে মর্নিং ফিটনেস জোন ৬ পয়েন্ট অর্জন করেছে। অন্যদিকে সমান খেলায় চকবাজার স্পোর্টিং ক্লাব ১ পয়েন্ট পেয়েছে। গতকাল বিজয়ী দলের পক্ষে মহিউদ্দিন ২টি এবং মোজাম্মেল ১টি গোল করেন। চকবাজার স্পোর্টিং ক্লাবের পক্ষে ২টি গোলই করেন গোবিন্দ। এ খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন মর্নিং ফিটনেস জোনের মহিউদ্দিন। তার হাতে ক্রেষ্ট তুলে দেন সাবেক জাতীয় ফুটবলার এবং প্রশিক্ষক এজহারুল হক টিপু। দিনের প্রথম খেলায় চান্দগাঁও খেলোয়াড় সমিতি এবং ভোরের সাথী গোলশূন্য ড্র করে। দুই খেলা শেষে চান্দগাঁও খেলোয়াড় সমিতি ১ এবং ভোরের সাথী ২ পয়েন্ট পেয়েছে। এ খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন ভোরের সাথীর শাহীন। তার হাতে ক্রেষ্ট তুলে দেন কে এম এজেন্সির স্বত্বাধিকারী এবং সাবেক ফুটবলার মশিউল আলম স্বপন। আজ টুর্নামেন্টের দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় অংশ নেবে সিএস স্পোর্টস এবং টুয়েন্টি ইভেন্টস গ্রুপ(বিকাল-২.৪৫টা)। দ্বিতীয় খেলায় অংশ নেবে আগ্রাবাদ প্রভাত ক্লাব এবং চট্টগ্রাম মাস্টার্স ক্লাব(বিকাল-৩.৪৫টা)। দুটি খেলাই চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর ছনুয়ায় চেয়ারম্যান গোল্ডকাপ ভলিবল টুর্নামেন্ট
পরবর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে ইউসিবি জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপ সম্পন্ন