প্রথম দফায় লেবানন থেকে ফিরলেন ৫৪ বাংলাদেশি

| মঙ্গলবার , ২২ অক্টোবর, ২০২৪ at ১০:৩০ পূর্বাহ্ণ

ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে লেবানন থেকে প্রবাসী বাংলাদেশিদের ফেরানোর উদ্যোগে প্রথম দফায় ৫৪ জন দেশে ফিরেছেন। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছানোর কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, লেবাননে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় সম্পূর্ণ সরকারি খরচে ফিরেছেন তারা। বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসীদের অভ্যর্থনা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধছমিউদ্দীন আসকার
পরবর্তী নিবন্ধনতুন ব্রিজ এলাকায় বস্তিতে আগুন পুড়ল ১৭ ঘর