সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব। টুর্নামেন্টে এটি ছিল তাদের দ্বিতীয় খেলা। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ২–১ গোলে অফিস দল চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ২–০ গোলে এগিয়ে ছিল। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নিজেদের প্রথম খেলায় এম এ ফ্যামিলি কল্লোল সংঘ গ্রীনের সাথে গোলশূন্য ড্র করেছিল।
গতকাল সিটি কর্পোরেশন প্রথম দিকে তেমন গুছিয়ে খেলতে না পারলেও সময়ের সাথে সাথে তারা গোছানো ফুটবল খেলতে থাকে। খেলার ২০ মিনিটে তারা এগিয়ে যাওয়ার দারুন একটা সুযোগ পায়। দলের সায়েদ হোসেন সায়েম বল নিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন। কিন্তু মুখেই তাকে বাধা দিয়ে দলকে বিপদমুক্ত করেন এস এ ফ্যামিলির গোলকিপার নেছারুল ইসলাম। সায়েমও কিছুটা নিয়ন্ত্রন হারিয়েছিলেন তখন। ফলে গোল বঞ্চিত হয় সিটি কর্পোরেশন। চার মিনিট বাদে গোল পায় প্রতিপক্ষ এস এ ফ্যামিলি। বক্সে ঢুকে যাওয়া তাদের আগুয়ান খেলোয়াড় জাহেদুল আলমকে অবৈধভাবে বাধা দিয়ে ফেলে দেন সিটি কর্পোরেশন কিপার মোহাম্মদ ইমন। রেফারী পলাশ দে পেনাল্টির বাঁশি বাজান এস এ ফ্যামিলির পক্ষে। পেনাল্টি থেকে আবু বক্কর ছিদ্দিক গোল করে এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবকে ১–০ গোলে এগিয়ে নেন। এ অর্ধের ইনজুরি টাইমে আরো একটি গোল পায় তারা। উপরে উঠে যাওয়া জাহেদুল আলম বক্সে বল দেন সাদমান সাকিব রিয়াদকে। রিয়াদ টোকায় বল জালে দিলে এস এ ফ্যামিলি ২–০ গোলে এগিয়ে যেতে সমর্থ হয়।
দ্বিতীয়ার্ধে উভয় দল আক্রমণ প্রতি আক্রমণ করে খেলতে থাকে। তবে সিটি কর্পোরেশন দলের খেলোয়াড়দের বল ছেড়ে খেলার প্রবনতা কম লক্ষ্য যায়। এ অর্ধের ১০ মিনিটের সময় আক্রমণে উঠে সিটি কর্পোরেশন। বক্সে ঢুকে যাওয়া সায়েমকে ঠেকাতে ফেলে দেন এস এ ফ্যামিলির আবদুল্লাহ আল জোবায়ের। রেফারী পেনাল্টি দেন সিটি কর্পোরেশন একাদশের পক্ষে। তা থেকে দলের মুন্না ব্যবধান কমান (১–২)। ১৯ মিনিটে আবারো আক্রমণে উঠে সিটি কর্পোরেশন। ডান প্রান্ত থেকে দলের জসিমউদ্দিন বল হাওয়ায় ভাসান বক্সে। তা থেকে দুর্দান্ত হেড নেন সায়েম। দুর্ভাগ্য সিটি কপোরেশনের, বল বারের উপর দিয়ে চলে যায়। ২৫ মিনিটের সময় ১০ জনের দলে পরিণত হয় সিটি কর্পোরেশন। হ্যান্ডবল করার কারণে রেফারী হলুদ কার্ড দেখান দলের মো. জমিরউদ্দিনকে। এর আগে তার আরেকটি হলুদ কার্ড থাকার কারণে তা লাল কার্ডে পরিণত হয় এবং তাকে মাঠ ত্যাগ করতে হয়। এর পরেও সিটি কর্পোরেশন আক্রমণ করে খেলতে থাকে। কিন্তু তা থেকে আর গোল পাওয়া হয়নি তাদের। ২ খেলা শেষে এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবের পয়েন্ট হয়েছে ৪।
গতকালের খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবের আবু বক্কর ছিদ্দিক। খেলা শেষে তার হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং নগদ ২,০০০টাকা তুলে দেন সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা সুলতানুল আবেদীন চৌধুরী, সহ–সভাপতি লোকমান হাকিম মো. ইব্রাহিম, সদস্য আলী হাসান রাজু ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মো. মামুনুল ইসলাম মামুন। আজ রোববার দুপুর ২.৪৫ টায় কল্লোল সংঘ গ্রীণ এবং চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব পরস্পরের মোকাবেলা করবে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।












