চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অধীনে চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাসে ৪ হাজার ৯ কোটি ৪৮ লাখ ভ্যাট আদায় হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫১৮ কোটি ৭৩ লাখ টাকা বেশি।
চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সূত্রে জানা গেছে, জুলাই মাসের লক্ষ্যমাত্রা ধরা হয়, ৮৩৭ কোটি ৭৮ লাখ টাকা। বিপরীতে ভ্যাট আদায় হয় ৮৯২ কোটি ৪৬ লাখ টাকা।
আগস্টে লক্ষ্যমাত্রা ধরা হয়, ৮৩৭ কোটি ৭৮ লাখ টাকা। বিপরীতে আদায় হয় ১ হাজার ১০৩ কোটি ৮৬ লাখ টাকা। সেপ্টেম্বরে লক্ষ্যমাত্রা ধরা হয়, ৮৩৭ কোটি ৭৮ লাখ টাকা। বিপরীতে ভ্যাট আদায় হয় ১ হাজার ১৪ কোটি ৮৮ লাখ টাকা। এছাড়া সেপ্টেম্বরে লক্ষ্যমাত্রা ধরা হয়, ৯৭৭ কোটি ৪১ লাখ টাকা। বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৯৯৮ কোটি ২৯ লাখ টাকা।
চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনাটের কমিশনার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, ভ্যাট আদায়ের আমাদের তদারকি জোরদার করা হয়েছে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) স্থাপনের কারণে ভ্যাট আদায়ে গতি বেড়েছে। বর্তমানে ১ হাজার ৬৩৯টি ইএফডি স্থাপন করা হয়েছে। আমাদের আরো ১ হাজার ইএফডি স্থাপনের পরিকল্পনা রয়েছে।