প্রথম চার ব্যাটারকে খেলতে হবে লম্বা ইনিংস : আকরাম খান

| শুক্রবার , ১৩ অক্টোবর, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ আরেকটি ম্যাচ খেলতে নামছে আজ। সামনে নিউজিল্যান্ড। প্রতিপক্ষ আগের দুই ম্যাচের চাইতে শক্তিশালী। তাই এই ম্যাচে সতর্কতা যেমন অবলম্বন করতে হবে তেমনি সুযোগগুলো কাজে লাগাতে হবে। তবে আমি বারবার বলে আসছি আমাদের প্রথম চারজন ব্যাটারকে ভালো ব্যাট করতে হবে। আমি মনে করি তাদেরকে লম্বা ইনিংস খেলতে হবে। দুর্ভাগ্যজনকভাবে যেটা আমাদের হচ্ছে না। প্রথম ম্যাচে আমরা জিতেছি কিন্তু টপ অর্ডারের ব্যাটাররা রান করতে পারেনি। পরের ম্যাচে দুই বিভাগেই আমরা ঠিকঠাক মত সবকিছু করতে পারিনি। ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতেছিলাম। সুযোগও ছিল কিন্তু কাজে লাগাতে পারিনি।

বিশ্বকাপে সব প্রতিপক্ষই কঠিন। চেন্নাইতে ম্যাচ খেলতে হবে আজ। এই স্টেডিয়ামের উইকেট যদি স্পিন বান্ধব হয় তাহলে আমাদের ভালো সুযোগ থাকবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত যে উইকেটে খেলেছে সেরকম উইকেট হলে আমাদের জেতার সুযোগ থাকবে বেশি। কারণ নিউজিল্যান্ডকে এ ধরনের স্পিন দিয়ে বেঁধে রাখা যাবে। উইকেট এবং আমাদের স্পিনাররা এক হতে পারলে আমাদের জেতার সুযোগ বেশি থাকবে। তবে আমাদের ব্যাটাররা ছন্দে ফিরতে পারছে না সেটাই দুর্ভাগ্যের বিষয়। কারণ এখানে ব্যাটারদেরকেই দায়িত্বটা বেশি নিতে হবে। আমরা গত বেশ কিছু দিন ধরে সেটা করতে পারছি না। বোলাররা ভাল করছিল কিন্তু তারাও ব্যর্থ হয়েছে আগের ম্যাচে। তাই আজকের ম্যাচে সুযোগ যেমন কাজে লাগাতে হবে তেমনি দায়িত্বও নিতে হবে খেলোয়াড়দের। বিশেষ করে ব্যাটারদের। কারণ দেখা যাচ্ছে এবারের বিশ্বকাপে ব্যাটাররাই দায়িত্ব নিচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধ৮০ লাখ টাকার ৬১টি মহিষের নিলাম ৩০ লাখে
পরবর্তী নিবন্ধউড়ন্ত কিউইদের আজ মাটিতে নামাতে চায় বাংলাদেশ