তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। সিরিজের প্রথম ম্যাচে গোড়ালির ইনজুরির কারণে অনিশ্চিত কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের খেলা। গত বুধবার জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গোড়ালিতে আঘাত পেয়ে মাঠের বাইরে চলে যান বাঁ হাতি এই পেসার। এরপর আর বোলিংয়ে ফেরা হয়নি। গোড়ালিতে আঘাত পেয়ে বাইরে চলে যাওয়া মোস্তাফিজকে ২ দিন পর্যবেক্ষণে রাখা হয়েছে। যার প্রথম দিন চলে গেছে গতকাল। আজ দ্বিতীয় দিন। কাজেই স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। গতকাল বিসিবির প্রধান চিকিৎসক জানান মোস্তাফিজের গোড়ালিতে একটা স্প্রেইন আছে। কাজেই এখনই বলা যাচ্ছে না তিনি প্রথম ওয়ানডেতে খেলবেন কিনা। কেননা তাকে দুইদিনের পর্যবেক্ষণে রাখতে হবে। আজ থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের পরের দুটি ম্যাচ যথাক্রমে ১৮ এবং ২০ জুলাই অনুষ্ঠিত হবে। সিরিজের সবকটি ম্যাচই হারের স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।