জাতীয় লিগের প্রথম দিনে ব্যাট হাতে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন চট্টগ্রামের দুই ব্যাটসম্যান ইয়াসির আলি রাব্বি এবং শাহাদাত হোসেন দিপু। তবে ব্যর্থ হয়েছেন টাইগারদের টেস্ট অধিনায়ক মোমিনুল হক। তারপরও প্রথম দিন শেষে চট্টগ্রামের সংগ্রহ ৭ উইকেটে ২৫৬। শেষ দিকে মেহেদী হাসান রানার হাফ সেঞ্চুরি যোগ হলে এই স্কোর গড়ে চট্টগ্রাম। তবে ৮৮ রানে অপরাজিত থাকা দিপুর ব্যাটে ভর করে তিনশ রানের দিকে এগুচ্ছে চট্টগ্রাম। যদিও দলের টপ অর্ডারের চারজন ব্যাটসম্যান ব্যর্থ হয়েছে। রাজশাহীল শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামা চট্টগ্রাম ৫২ রানে হারায় প্রথম চার ব্যাটসম্যানকে। এরপর হাল ধরেন রাব্বি এবং দিপু। দিনের দ্বিতীয় সেশনের শেষ দিকে তাইজুল ইসলামের বলে মিড-অনে ক্যাচ দিয়ে ফেরেন ইয়াসির। ১১৯ বলের ইনিংসে ৯ চার ও এক ছক্কায় করেন ৬৩ রান। আর এর মাধ্যমে ভাঙে ৮৮ রানের জুটি।
এরপর রানের খাতা খোলার আগেই ইরফান শুক্কুর ফিরে এলে আবার চাপে পড়ে চট্টগ্রাম। কিন্তু মেহেদী হাসানকে নিয়ে আবার প্রতিরোধ গড়ে তোলেন দিপু। ১৫১ বলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন চট্টগ্রামের এই তরুন। অপরদিকে ৮৪ বলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন মেহেদী হাসান। শেষ পর্যন্ত ১০১ বলে ৮টি চারের সাহায্যে ৫৫ রান করে ফিরেন মেহেদু। তার আগে ১১৩ রান যোগ করেন দিপুর সাথে। এরপর দিনের বাকি সময়টা পার করে আসেন দিপু। নিজের শতরান থেকে আর মাত্র ১২ রান দুরে এই তরুন। দিন শেষে ২২৪ বলে ৮টি চার এবং একটি ছক্কার সাহায্যে ৮৮ রানে অপরাজিত থাকেন দিপু। আজ আবার তার দিকে তাকিয়ে থাকবে চট্টগ্রাম। নিজের সেঞ্চুরি পুরনের পাশাপাশি দলকে তিনশ রানে পৌছে দিতে ভুমিকা পালন করতে হবে এই তরুনকে। রাজশাহীর পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন ফরহাদ রেজা এবং পায়েল।