জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশ সদস্য গিয়াস উদ্দিন হত্যা মামলায় কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজ অব্যাহতি পেয়েছে। সংশোধিত ফৌজদারি কার্যবিধির ১৭৩ (ক) ধারায় দাখিল করা অন্তর্বর্তী প্রতিবেদন গ্রহণ করে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকার মহানগর হাকিম জি এম ফারহান ইশতিয়াক গত ১৫ জুলাই এ আদেশ দেন বলে ডিএমপির প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ–কমিশনার মাঈন উদ্দিন চৌধুরী গতকাল জানিয়েছেন। খবর বিডিনিউজের।
সাধারণত কোনো মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র বা চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। তবে গত ১০ জুলাই অধ্যাদেশ হওয়া সংশোধিত ফৌজদারি কার্যবিধির ১৭৩ (ক) ধারায় তদন্ত চলাকালে অন্তর্বর্তী প্রতিবেদনের ভিত্তিতে আসামিকে অব্যাহতি দেওয়ার সুযোগ তৈরি হয়। এ অধ্যাদেশ জারির পর গত ১৩ জুলাই ফৌজদারি কার্যবিধির ১৭৩ (ক) ধারায় কিশোর ফাইয়াজের অব্যাহতি চেয়ে অন্তর্বর্তী প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা পরিদর্শক মোল্লা মো. খালিদ হোসেন। সেই প্রতিবেদন গ্রহণ করে ১৫ জুলাই ফাইয়াজকে অব্যাহতি দেয় আদালত।