তোমাকে ভালোবেসে আমি পূর্ণ,
যেন সব অপূর্ণতাকে ছুঁয়ে নিয়েছি
তোমায় না পেলে সব থেকে যাবে অসম্পূর্ণ।
তোমার এক বিন্দু স্পর্শে,
আমি হয়ে গেলাম অনন্য।
তোমার চোখে প্রথমবার নিজেকে দেখেছিলাম।
তুমি হেসেছিলে বলে
আর আমার চারপাশে হাজার রঙের প্রজাপতি উড়ে বেড়িয়েছিল,
তুমি চুপ করে ছিলে বলে
আর আমার ভেতরের ঝড় থেমে গিয়েছিল নিঃশব্দে।
তুমি আমার প্রেম
কোনো শর্ত নয়, কোনো দায় নয়,
তুমি আমার অনুভূতি
যা ছোঁয়া যায় না,
তবু প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম উচ্চারিত হয়
আমার শিরা উপশিরায় তোমাকে কাছে পাওয়ার জন্য
হৃদয় যেন নিজে থেকে প্রার্থনা করে।
তুমি আমার সকাল
যেখানে আলো ফুটে ওঠে তোমার মুখে,
তুমি আমার নীরব রাত
যেখানে ঘুম আসে না, শুধু তোমায়
ভাবতে ভাবতেই ভোর হয়ে যায়।
তুমি বুঝবে না,
কীভাবে তোমায় ভালোবেসে
আমি একজন কবি হয়ে উঠেছি,
কীভাবে তোমার নামটাই
আমার সবচেয়ে সুন্দর ভাষা হয়ে গেছে।












