প্রথমে মৌখিক ও ব্যবহারিক

চবির পরীক্ষা নিয়ে বৈঠক ।। বন্ধ থাকবে হলসমূহ

চবি প্রতিনিধি | সোমবার , ৩০ নভেম্বর, ২০২০ at ৬:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন বিভাগে করোনার কারণে স্থগিত হওয়া পরীক্ষাসমূহ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। প্রথমে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষাসমূহ নেয়া হবে। পরবর্তীতে মাস্টার্সসহ অন্যান্য বর্ষের পরীক্ষা নেয়া হবে। তবে এসময় আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। গতকাল রোববার অসমাপ্ত পরীক্ষা সংক্রান্ত গঠিত কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, করোনার সংক্রমণের হার বৃদ্ধির বিষয় বিবেচনায় রেখে সভায় অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে বিভিন্ন বিভাগের অসমাপ্ত মৌখিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে মাস্টার্স, চতুর্থ বর্ষ ও অন্যান্য বর্ষের অসমাপ্ত পরীক্ষা নেয়া হবে। এক্ষেত্রে কিছু প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষার চূড়ান্ত রুটিন দেয়া হবে। এবিষয়ে অসমাপ্ত পরীক্ষা সংক্রান্ত কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত প্রক্টর ড. মো. আতিকুর রহমান বলেন, কমিটির সভায় অনেকগুলো বিষয়ে আলোচনা হয়েছে। আমরা ধাপে ধাপে অসমাপ্ত পরীক্ষাগুলো নেব। অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে। পরবর্তীতে মাস্টার্স ও চতুর্থ বর্ষসহ বাকিগুলো নেয়া হবে।’
তিনি বলেন, ‘সভার সিদ্ধান্তগুলো কাল পরশুর মধ্যে সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হবে। পরবর্তীতে বিভাগীয় সভাপতি, পরীক্ষা কমিটির সভাপতি ও অনুষদ অফিস সমন্বয় করে প্রক্টর অফিসের সাথে যোগাযোগ করবে। এরপর আমরা পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সাথে আলোচনা করে রুটিন দেব। আর বিভিন্ন বিভাগের পরীক্ষা একসাথে হবে না। একদিন এক বিভাগের পরীক্ষা হবে।’

পূর্ববর্তী নিবন্ধভাস্কর্য বিরোধিতার ব্যাখ্যা দিলেন মামুনুল
পরবর্তী নিবন্ধযুবককে বাসায় জিম্মি করে টাকা আদায়