কৌশল হিসেবে প্রথমে সৃষ্টি করে জটলা। এরপর সাধারণের কাছ থেকে ছিনতাই করে মোবাইল ফোন ও নগদ টাকা। দীর্ঘদিন ধরে যাত্রীবাহী বাস ও সড়কে ছিনতাইয়ের কাজ করে এক দল।
নগরীর হালিশহরের বড়পুল এলাকা থেকে এ রকম ১২ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে ৪টি টিপ ছোরা ও ১৫টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ১২ ছিনতাইকারী হলো মো. তুষার, মোহাম্মদ আরিফ, মো. নজরুল আহাম্মদ সাগর, মো. রিপন প্রকাশ হৃদয়, মো. আরিফ, আবদুর রহমান রানা, মো. দেলোয়ার মিয়া, মো. বাবু, মো. রনি, মো. ওমর ফারুক, মো. নাজিম ও মো. জসীম উদ্দিন।
নগর গোয়েন্দা পুলিশ (পশ্চিম জোন) জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মো. তুষারের বিরুদ্ধে ১০টির অধিক মামলা রয়েছে। মোহাম্মদ আরিফের বিরুদ্ধে ৬টি, নজরুল ও আরিফের বিরুদ্ধে ৪টি, আবদুর রহমানের বিরুদ্ধে ৩টি, মো. বাবুর বিরুদ্ধে ২টি এবং ফারুক, রিপন ও জসিমের বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে।