প্রথমার ‘চট্টগ্রাম বইমেলা’ গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। প্রথম দিনই চট্টগ্রামের শিল্পকলা একাডেমির মেলা প্রাঙ্গণ পাঠক লেখকের পদচারণে মুখর হয়ে ওঠে। বিকেল চারটার দিকে পাঠক-ক্রেতা সবাই মিলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই জমজমাট হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।
এ সময় উপস্থিত ছিলেন সাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, অধ্যাপক আহমেদ মাওলা, লেখক বাদল সৈয়দ, কবি জিন্নাহ চৌধুরী, ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, আখতারী ইসলাম, আবৃত্তিশিল্পী সুবর্ণা চৌধুরী, কবি অভীক ওসমান, আলী প্রয়াস প্রমুখ।
উদ্বোধনের পর এক আড্ডায় বিশ্বজিৎ চৌধুরী বলেন, প্রথমা প্রকাশন প্রতিবছরই চট্টগ্রামে বইমেলার আয়োজন করে। প্রথমা প্রকাশন ও ভারতীয় বইগুলো অন্যান্য সময়ের তুলনায় মেলায় কম দামে বিক্রি হয়। ফলে এ মেলা নিয়ে পাঠকের বাড়তি আগ্রহ থাকে। প্রথমা প্রকাশন আয়োজিত একক এই বইমেলা চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে ছুটির দিনে মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। মেলা উপলক্ষে পাঠকদের জন্য থাকছে বিশেষ ছাড়। প্রথমার বই বিক্রি হচ্ছে ৩০ থেকে ৬০ শতাংশ ছাড়ে। এ ছাড়া অন্যান্য প্রকাশনীর বইয়ে ছাড় থাকবে ২৫ শতাংশ পর্যন্ত। প্রেস বিজ্ঞপ্তি।