প্রথমবার সুপার কাপ জয় পিএসজির

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৫ আগস্ট, ২০২৫ at ১১:০৪ পূর্বাহ্ণ

দারুণ প্রত্যাবর্তনের মাধ্যমে টাইব্রেকারে জিতে প্রথমবারের মতো উয়েফা সুপার কাপ জিতেছে ইউরোপের চ্যাম্পিয়ন পিএসজি। বঞ্চিত করেছে টটেনহ্যাম হটস্পার ও তাদের নতুন কোচ টমাস ফ্র্যাঙ্ককে অভিষেকেই শিরোপা জয়ের স্বপ্ন থেকে। ইতালির উদিনেতে ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত ২০ গোলে এগিয়ে ছিল স্পার্স। কিন্তু ২০ গজ দূর থেকে লি কাংইনের দুর্দান্ত শট ও অতিরিক্ত সময়ের ৯৪তম মিনিটে বদলি গনসালো রামোসের হেডে সমতায় ফেরে পিএসজি। ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে। প্রথম শটেই ভিতিনহা মিস করলেও পিএসজি বেঁচে যায়, কারণ টটেনহ্যামের মিকি ফান দে ফেনের শট ঠেকিয়ে দেন গোলকিপার লুকাস শেভালিয়ার। এরপর ম্যাথিস টেল লক্ষ্যভ্রষ্ট হন। নির্ধারক শটটি ঠাণ্ডা মাথায় জালে জড়ান নুনো মেন্দেস, নিশ্চিত করেন পিএসজির ঐতিহাসিক জয়। তিন মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয় ইউরোপিয়ান ট্রফি হাতছাড়া করল টটেনহ্যাম। ফ্র্যাঙ্কের অধীনে এটি ছিল তাদের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ।

পূর্ববর্তী নিবন্ধসিডিএ’কে ৬২ লক্ষ টাকার পে অর্ডার তুলে দিল ৪০ জন প্লট মালিক
পরবর্তী নিবন্ধ‘শিশু হত্যা বন্ধ করুন’