প্রথমবার সিনেমায় রিচি সোলায়মান নায়ক কে?

| মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫ at ১১:৫০ পূর্বাহ্ণ

অভিনয়জগতে প্রায় তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার রিচি সোলায়মানের। তবে দীর্ঘ অভিনয়জীবনে কখনো বড় পর্দায় দেখা যায়নি তাকে। এবার প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন রিচি। শিগগির শুরু করবেন শুটিং। তিনি নিজেই খবরটি নিশ্চিত করেছেন।

সমপ্রতি একটি কফিশপের উদ্বোধনী আয়োজনে হাজির হয়েছিলেন রিচি। সেখানে তিনি জানান, সিনেমায় কাজ শুরু করার কথা। রিচি বলেন, শিগগির একটি সিনেমায় কাজ শুরু করব। এটা প্রযোজনা করেছে সাজগোজ নামের একটি প্রতিষ্ঠান। পরিচালনা করবেন রাজীব সালেহীন। এছাড়া আরও কিছু কাজের কথা হয়েছে। যেহেতু শুটিং শুরু হয়নি, তাই এখনই এসব নিয়ে কথা বলতে চাইছি না।

কে হবেন রিচির নায়ক? জানতে চাইলে অভিনেত্রী বলেন, সেগুলো এখনো চূড়ান্ত হয়নি। তাই এখন বলা যাচ্ছে না। তবে চমক থাকবে। নির্মাতা রাজিব সালেহীন জানিয়েছেন, এ মাসের শেষ দিকে আনুষ্ঠানিক ঘোষণা হবে সিনেমার। সে সময় জানানো হবে সিনেমা ও অন্য অভিনয়শিল্পীদের নাম। এ বছরের শুরুতে একটি টিভি অনুষ্ঠানে রিচি ইঙ্গিত দিয়েছিলেন সিনেমায় কাজ করার ব্যাপারে।

পূর্ববর্তী নিবন্ধআরও এক সম্মাননায় ন্যান্‌সি
পরবর্তী নিবন্ধআজ প্রতিভাসের পাপ