প্রথমবার বিজ্ঞাপনে দীঘি, সঙ্গে রোশান

| মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৭:৫৯ পূর্বাহ্ণ

 

বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না, সে আজকে আমার নাম ধরে ডেকেছে, আর এ কথাটা না মা কিছুতেই বিশ্বাস করছে না, আমি কী তাহলে ভুল শুনেছি, কেমন লাগে বলো তো’ মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের বিজ্ঞাপনের এই একটি সংলাপের মাধ্যমেই সবার প্রিয়মুখ হয়ে ওঠেন শিশুশিল্পী দিঘী। সেই দীঘি বড় হয়ে চিত্রনায়িকা হয়েছেন। বর্তমানে সিনেমা নিয়েই তার সকল ব্যস্ততা। দীঘি ভক্তদের জন্য সুখবর হলো, নায়িকা হওয়ার পর তিনি এই প্রথম কোনো বিজ্ঞাপনে কাজ করলেন। চিয়ার আপ নামের একটি কোমল পানীয়র মডেল হয়েছেন তিনি। মাসুদ জাকারিয়া সাবিনের পরিচালনায় গতকাল নাইন অ্যান্ড হাফ স্টুডিওতে এই বিজ্ঞাপনের শুটিং হয়েছে। দীঘি বলেন, বড় হয়ে প্রথম টিভিসি করলাম। এইটা নিয়ে খুব উচ্ছ্বসিত আমি। কারণ, বিজ্ঞাপনের মাধ্যমেই আমাকে সবাই চিনেছেন। অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। বিজ্ঞাপনটিতে দীঘির সহশিল্পী ছিলেন হালের ব্যস্ত নায়ক রোশান।

পূর্ববর্তী নিবন্ধশত পর্বে যমজ জাহিদ
পরবর্তী নিবন্ধ‘জেসিআই রক ফেস্ট’ বাংলাদেশ মাতালো তরুণরা