সমাজে নারীর প্রতি বৈষম্যের গল্পে আলি জুলফিকার জাহেদীর পরিচালনায় নির্মাণ হচ্ছে বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’। খবর বিডিনিউজের।
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটি পাঠাবেন বলে ভেবে রেখেছেন নির্মাতা জাহেদী। ‘রক্তছায়া’ সিনেমায় প্রথমবারের মত পুলিশের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী রুনা খান। এছাড়া আরো আছেন চিত্রনায়ক আমান রেজা, রাফাহ নানজীবা তোরসা, নকশী তাবাচ্ছুম, আফফান মিতুলসহ কয়েকজন। চিত্রনাট্য নিয়ে জাহেদী বলেন, মূলত নারীর প্রতি বৈষম্যকে সাবজেক্ট করে গল্পটি এগিয়েছে। এখানে আমরা নারীর শক্তি, বুদ্ধিমত্তাকে তুলে ধরার চেষ্টা করেছি। রুনা খানকে মূল চরিত্রে নেওয়ার কারণ তুলে ধরে তিনি বলেন, চিত্রানাট্যের প্রয়োজনেই আমাকে একজন শক্তিমান গুণী অভিনয় শিল্পীর প্রয়োজন ছিল। যে কারণে রুনা খানকে বেছে নিয়েছি। তার অভিনয় দক্ষতা, পরিমিতিবোধে আমি দারুণভাবে প্রভাবিত। আশা করছি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পেলে সবার ভালো লাগবে। ‘রক্তছায়া’ প্রয়োজনা করেছে আদ্রিয়ান প্রোডাকশন। ‘রক্তছায়া’ ছাড়াও রুপালি পর্দার মানুষদের জীবনের গল্প নিয়ে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ বানাচ্ছেন জাহেদী। সেখানেও মূল চরিত্রে অভিনয় করবেন রুনা খান। গত বছর সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
চলতি বছর এর শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা।












