প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েই বাংলাদেশের পেসারদের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন সৈয়দ খালেদ আহমেদ। নতুন বলে দারুণ লাইন লেন্থে বোলিং করে চার উইকেট তুলে নিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার মাটিতে এ নিয়ে সাতটি টেস্ট খেললো বাংলাদেশ দল। এতোদিন ধরে পেসারদের মধ্যে সেরা বোলিং ছিল শুভাশিষ রয়ের। ২০১৭ সালের সফরে ব্লুমফন্টেইন টেস্টে ১১৮ রানে ৩ উইকেট নিয়েছিলেন এ ডানহাতি পেসার। প্রায় পাঁচ বছর পর ডারবানের কিংসমিডে সেই রেকর্ড ভেঙ্গে এরই মধ্যে ৪ উইকেট তুলে নিয়েছেন খালেদ। প্রথম দিন উদ্বোধনী জুটি ভেঙে দলে স্বস্তি আনার পর গতকাল দিনের শুরুতেই জোড়া আঘাত হানেন তিনি। পরে দ্বিতীয় সেশনের শুরুতেও সাফল্য পান খালেদ। যদিও সবমিলিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ড সাকিব আল হাসানের। তিনি ২০০৮ সালের সফরে সেঞ্চুরিয়ন টেস্টে ৯৯ রান খরচায় নিয়েছিলেন ৬ উইকেট। একই সফরে অন্য ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন সাকিব। দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে গিয়ে সাকিব ছাড়া বাংলাদেশের আর কোনো বোলারই ইনিংসে ৫ উইকেটের দেখা পাননি। তবে সবমিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড শাহাদাত হোসেনের। তিনি ২০০৮ সালের মিরপুর টেস্টে ২৭ রানে নিয়েছিলেন ৬ উইকেট।