সাদিয়া ইসলাম মৌ, ১৯৮৯ সালে প্রথম মডেলিংয়ে পা রাখেন। সেই থেকে এখন পর্যন্ত দেশের সর্বাধিক গ্রহণযোগ্য মডেল হিসেবে তিনি রাজত্ব করে যাচ্ছেন বলা যায়। এখন কাজ করেন বেশ বেছে বেছে। তবে অভিনয়ের ক্ষুধা বেড়েছে। আগের চেয়ে এখন বেশি নিয়মিত অভিনয়ে।
নাটক, টেলিছবিতে প্রায়ই দেখা যায় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌকে। তবে এবার প্রথমবারের মতো তিনি কাজ করেছেন ওয়েব সিরিজে।
কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত ‘মাসুদ রানা’ সিরিজ অবলম্বনে নির্মিত ওয়েব ফিল্ম ‘গহীন অতল’–এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌ। এটি নির্মাণ করেছেন আকা রেজা গালিব।
কাজী আনোয়ার হোসেন রচিত আর্তনাদ উপন্যাস অবলম্বনে নির্মিত হলেও সময়োপযোগী করে তৈরি করা হয়েছে এটি। চিত্রনাট্য তৈরির কাজ করেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। নির্মাতা আকা রেজা গালিব বলেন, ওয়েব ছবির গল্প মূলত পারিবারিক আবহে গড়ে উঠলেও এতে রয়েছে একটি জোরালো থ্রিলার উপাদান, যা দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দেবে।
এছাড়া নির্মাতা জানিয়েছেন, দৃশ্যধারণ শেষ, চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। শিগগিরই ওয়েব প্ল্যাটফর্মে ‘গহীন অতল’ মুক্তি পাবে।
উল্লেখ্য, এখানে মৌ ছাড়া আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি ও ইহতেশাম আহমেদ টিংকু প্রমুখ।