প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে আলকারাস

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

আগের দুই বছরে পথচলা থেমেছিল কোয়ার্টারফাইনালে। এবার আর কোনো ভুল হয়নি কার্লোস আলকারাসের। অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনোরকে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠলেন র‌্যাঙ্কিংয়ের এক নম্বর টেনিস তারকা। মেলবোর্ন পার্কে মঙ্গলবার প্রথম সেটে দুজনের লড়াই হয় হাড্ডাহাড্ডি। পরের দুই সেটে পাত্তাই পাননি ডি মিনোর। ২২ বছর বয়সী আলকারাস ম্যাচ জিতে নেন ৭, , ১ গেমে। ফরাসি ওপেন, উইম্বলডন, ইউএস ওপেনএই তিনটি গ্র্যান্ড স্ল্যামই দুইবার করে জিতেছেন আলকারাস। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে ফাইনালে ওঠার লড়াইয়ে আলেক্সান্ডার জেভেরেভের মুখোমুখি হবেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের প্রিমিয়ার ভার্সিটির আমেরিকান কর্নার পরিদর্শন
পরবর্তী নিবন্ধআইসিসি র‌্যাঙ্কিংয়ে শারমিনের উন্নতি ২২ ধাপ, দিলারার ৩৩