শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বোলিংয়ে তেমন ভালো করতে না পারলেও, ব্যাট হাতে দারুণ ধারাবাহিক ছিলেন সিকান্দার রাজা। যার প্রতিফলন দেখা গেল র্যাঙ্কিংয়ে। এই সংস্করণের অলরাউন্ডারদের তালিকায় প্রথমবারের মতো চূড়ায় উঠলেন জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার। গতকাল বুধবার প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ওয়ানডে অলরাউন্ডারদের মধ্যে দুই ধাপ উন্নতি হয়েছে রাজার। আফগানিস্তানের মোহাম্মদ নাবি ও আজমাতউল্লাহ ওমারজাইকে টপকে গেছেন তিনি। রাজার রেটিং পয়েন্ট এখন ৩০২। এক ধাপ করে পিছিয়ে যথাক্রমে দুই ও তিন নম্বরে ওমারজাই (২৯৬) ও নাবি (২৯২)। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ (২৪৯) আগের মতোই চারে। পরের স্থানে নিউ জিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল (২৪৬)। ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ছিল রাজার আগের সেরা অবস্থান। ২০২৩ সালের ডিসেম্বরে প্রথমবার দুইয়ে উঠেছিলেন তিনি। লঙ্কানদের বিপক্ষে দুই ওয়ানডের সিরিজে দল হোয়াইটওয়াশড হলেও নিজের কাজটা ঠিকঠাকই করেন রাজা। প্রথম ম্যাচে অফ স্পিনে ৪৮ রান খরচায় একটি উইকেট নেন। পরে লক্ষ্য তাড়ায় ৮ চারে ৮৭ বলে খেলেন ৯২ রানের ইনিংস। ৭ রানে হেরে যায় জিম্বাবুয়ে। দ্বিতীয় ওয়ানডেতে ফের জ্বলে ওঠেন রাজা। এবার তার ব্যাট থাকে আসে ৫৯ রান। ৫৫ বলের অপরাজিত ইনিংসটি গড়েন তিনি এক ছক্কা ও ৫টি চারে। কোনো উইকেট নিতে পারেননি তিনি। ম্যাচটি ৫ উইকেটে জিতে যায় লঙ্কানরা। ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে রাজার অগ্রগতি ৯ ধাপ। আছেন ক্যারিয়ার সেরা ২২তম স্থানে। এই তালিকায় তার ওপরে নেই জিম্বাবুয়ের আর কেউ। বোলারদের মধ্যেও এক ধাপ উন্নতি করেছেন তিনি, অবস্থান ৩৮তম। ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সবার ওপরে ভারতের শুবমান গিল। ইংলিশদের বিপক্ষে ৪ উইকেট নিয়ে বোলারদের তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন দক্ষিণ আফ্রিকার কেশাভ মহারাজ। অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের রেটিং পয়েন্ট এখন ৬৯০।












