বাঁশখালী : বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী স্থানীয় সরকার উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার। এ উপলক্ষে র্যালি শেষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, ডা. সুপন নন্দী, ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার, প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, মনোতোষ দাশ, আহমদ ছফা, ইউপি চেয়ারম্যান কে. এম. সালাহউদ্দিন কামাল, চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন প্রমুখ।
রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় উন্নয়ন মেলা, র্যালি ও আলোচনা সভা গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আয়েশা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. দেব প্রসাদ চক্রবর্তী, ওসি চন্দন কুমার চক্রবর্তী, প্রকৌশলী মো. দিদারুল আলম, ইউপি চেয়ারম্যান জহির আহমেদ চৌধুরী, নজরুল ইসলাম তালুকদার, মো. ইদ্রিচ আজগর, ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, আহমদ ছৈয়দ তালুকদার, মুজিবুল হক হিরু, শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, একতেহার হোসেন, দানু মিয়া, মো. নূর উল্লাহ প্রমুখ।
টেকনাফ প্রতিনিধি : টেকনাফ প্রতিনিধি জানান, টেকনাফে ৩ দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভা গতকাল রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরীর সভাপতিত্বে ও নুরুল আবছারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মো. আরিফ হোসেন, মৎস্য অফিসার মো. দেলোয়ার হোসেন।
চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রোববার জাতীয় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়। উদ্ধোধন করেন মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. কামেলা খানম রূপা, দোহাজারী পৌর মেয়র মো. লোকমান হাকিম, ইউপি চেয়ারম্যান মো. আবদুল আলীম, এসএম সায়েম, আমিন আহমেদ চৌধুরী রোকন, আবদুল শুক্কুর প্রমুখ।
আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান, উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অফিসার ড. সমরঞ্জন বড়ুয়া, জনস্বাস্থ্য কর্মকর্তা প্রিয়াঙ্কা চাকমাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা–কর্মচারীগণ।
সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ডে তিন দিনব্যাপী স্থানীয় সরকার উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার এ উপলক্ষে ইউএনও কে এম রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি পৌরসদর প্রদক্ষিণ করে। শেষে উন্নয়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জিয়াউল কাদেরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন ছাবেরী, পৌর মেয়র বদিউল আলম, ডা. নুর উদ্দিন রাশেদ, সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী, প্রকৌশলী মুনীর হায়দার, ইউপি চেয়ারম্যান মোর্শেদুল আলম চৌধুরী, মনির আহমেদ, ডা. তাহমিনা আরজু, মোঃ হাবীবুল্লাহ, মনিরুল ইসলাম প্রমুখ।












