প্রথমবারের মতো সশস্ত্র বাহিনীর নারী প্রধান পেল কানাডা

| শুক্রবার , ৫ জুলাই, ২০২৪ at ৭:৩৫ পূর্বাহ্ণ

কানাডা প্রথমবারের মতো একজন নারীকে সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। এর মধ্যমে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সর্বোচ্চ পদে নারীদের নিয়োগ দেওয়ার ধারা অব্যাহত রাখলেন। বুধবার লেফটেন্যান্টজেনারেল জেনি ক্যারিগনানকে সশস্ত্র বাহিনীর সবচেয়ে উর্ধবতন পদে নিয়োগের ঘোষণা দেন ট্রুডো। লেফটেন্যান্টজেনারেল ক্যারিগনান এতোদিন কানাডার সশস্ত্র বাহিনীতে লিঙ্গবৈষম্য ও অসদাচরণ বন্ধের প্রচেষ্টায় দায়িত্বে ছিলেন। খবর বিডিনিউজের।

১৮ জুলাই তিনি চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্ব নেবেন। মূলত সামরিক প্রকৌশলী ক্যারিগনান তার ৩৫ বছরের সামরিক জীবনে আফগানিস্তান, বসনিয়াহার্জেগোভিনা, ইরাক ও সিরিয়ায় সেনাদের নেতৃত্ব দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৪.৬৫ কোটি টাকা
পরবর্তী নিবন্ধইসরায়েলে বড় ধরনের হামলা শুরু করেছে হিজবুল্লাহ