প্রথমবারের মতো লিথিয়ামের খনি মিলল ভারতে

| শনিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৪২ পূর্বাহ্ণ

জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জিএসআই) জানিয়েছে, প্রথমবারের মতো লিথিয়ামের খনির সন্ধান পেয়েছে তারা। বৃহস্পতিবার এক বিবৃতিতে জিএসআই বলেছে, কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় লিথিয়ামের ৫৯ লাখ টন অনুমিত মজুদের বিষয়ে নিশ্চিত হয়েছে তারা। খবর বিডিনিউজের।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারত তাদের প্রয়োজনীয় মূল খনিজগুলোর সরবরাহ জোরদার করার চেষ্টা করছে, এসব খনিজের মধ্যে লিথিয়াম অন্যতম। দেখতে রূপালি সাদা নরম ধাতু লিথিয়াম বৈদ্যুতিক গাড়ি ও মোবাইল ফোনে ব্যবহৃত ব্যাটারির একটি মূল উপাদান। এই ধাতুর মজুদের সন্ধান পাওয়ায় ভারতে ব্যাটারি শিল্পে নতুন ঢেউ লাগবে বলে ধারণা করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার সালালহাইমানা এলাকায় এসব লিথিয়ামের সন্ধান পাওয়া গেছে বলে ভারতের খনি মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

পূর্ববর্তী নিবন্ধভূমিকম্পের পর বাঁধ ভেঙে সিরিয়ার ইদলিবে বন্যা
পরবর্তী নিবন্ধ১০১ ঘণ্টা ধ্বংসস্তূপে চাপা থেকে উদ্ধার দুই বোন