প্রথমবারের মতো মুখোমুখি বসল কেএনএফ ও শান্তি কমিটি

সংঘাত নিরসনে তৎপরতা, পরবর্তী বৈঠক ডিসেম্বরে

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ৬ নভেম্বর, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ

সংঘাত নিরসনে বান্দরবানে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) শীর্ষ নেতাদের সাথে পার্বত্য চট্টগ্রাম শান্তি প্রতিষ্ঠা কমিটির সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে রুমা উপজেলা সদরের মুনলাইপাড়া এলাকায় প্রথমবারের মতো মুখোমুখি এই সংলাপ হয়।

সংলাপে কেএনএফের প্রধান নাথান বমের উপদেষ্টা এংলিয়ান বমের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। অপরদিকে শান্তি কমিটির আহ্বায়ক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। অন্যদের মধ্যে মুখপাত্র কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, শাহ আলম, নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংলাপে অংশ নেওয়া শান্তি কমিটির মুখপাত্র কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর কেএনএফের সাথে শান্তি কমিটির নেতৃবৃন্দের মুখোমুখি সংলাপ হয়েছে। দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আগামী ডিসেম্বরে দ্বিতীয় দফায় মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হবে।

তিনি জানান, গত ৫ অক্টোবর প্রথম মুখোমুখি সংলাপ হওয়ার কথা ছিল। তবে কিছু জটিলতার কারণে তা সম্ভব হয়নি। সংঘাত নিরসন করে পাহাড়ে শান্তি ফেরাতে দুই পক্ষের এই সংলাপ কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

শান্তি প্রতিষ্ঠা কমিটির সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, দুই পক্ষ আন্তরিকভাবে আলোচনা করতে পেরেছি। সংলাপের মাধ্যমে দুই পক্ষের সিদ্ধান্ত হয়েছে, আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে পরবর্তী মুখোমুখি সংলাপ হবে। দুই পক্ষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সংলাপ শেষ হয়েছে। আগামীতে এখানকার পরিস্থিতি আরো উন্নত হবে। সংলাপে দুই পক্ষ একমত হয়েছে এটাকে স্থির রাখার জন্য।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে যুবদলের সভাপতিসহ আটক ৭
পরবর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে আটে আট ভারতের