চট্টগ্রাম–১০ আসনে আগামী ৩০ জুলাই উপনির্বাচনে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গ হিসেবে ২৩ জন হিজড়া ভোটাধিকার প্রয়োগ করবেন। চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, চট্টগ্রাম–১০ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এখানে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯৩৮ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৩৯ হাজার ৬৭৭ জন। এর মধ্যে ২৩ জন হিজড়াও রয়েছেন।
২০১৯ সালে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নির্বাচন কমিশনের এক সিদ্ধান্তে প্রথমবারের মতো ভোটার তালিকায় দেশের তৃতীয় লিঙ্গ হিসেবে হিজড়া সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়। ওই বছর ইসির ৩২তম সভায় ভোটার তালিকায় হিজড়া জনগোষ্ঠীর ‘হিজড়া লিঙ্গ’ হিসেবে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য ভোটার নিবন্ধন ফরমের (ফরম–২) প্রয়োজনীয় সংশোধনী চূড়ান্ত করে ইসি।
ফরমে তৃতীয় লিঙ্গের জন্য ঘর রাখা হয়েছে। তথ্য সংগ্রহের সময় চাইলে হিজড়ারা স্বেচ্ছায় পুরুষ বা নারী হিসেবেও ভোটার তালিকায় নাম লেখাতে পারবেন। এটা তাদের ইচ্ছাধীন। তারা যেভাবে চাইবেন সেটাই হবে বলে নির্বাচন অফিস থেকে জানা গেছে।












