আগামী ২৫ জুন সারা দেশে একযোগে মুক্তি পাচ্ছে মেধাবী ও তরুণ নির্মাতা অনন্য মামুন পরিচালিত এবং সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘নবাব এলএলবি।’ সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের ছেলে সাজ্জাদ ভূঁইয়া। শাকিব খান ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শীয়া, শহিদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, শাহেদ আলী, আনোয়ার, শবনম পারভীন, সুষমা সরকার, সাজ্জাদ ভূঁইয়া, ক্রিশ্চিয়ানো তন্ময়, সীমান্ত, আর এ রাহুল, জে এইচ রাসেল, শসী আফরোজা, তানজিলা হক, রেশমী, হেভেন খান, সুমন আনোয়ার প্রমুখ। এর আগে সাজ্জাদ ভূঁইয়া অনন্য মামুনের ‘বন্ধন’ সিনেমায় পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। ‘বন্ধন’ বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘কমিশনার’ নামে তার আরও একটি সিনেমা মুক্তির অপেক্ষায়। নির্মাতা তপু খানের প্রথম চলচ্চিত্র ‘লিডার -আমিই বাংলাদেশ’ সিনেমায়ও অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাজ্জাদ ভূঁইয়া। যেটিতে আবার প্রধান চরিত্রে আছেন শাকিব খান। চলচ্চিত্র ছাড়াও সাজ্জাদ ভূঁইয়া বেশকিছু টিভি নাটকে অভিনয় করেছেন। এরমধ্যে ছোট পরিবার, আবশ্যক, বিউটি বোর্ডিং ৭১, মাস্টার প্ল্যান, প্রতিরোধ যুদ্ধে দুই বীর, দ্বিতীয় মুখ, শেষটা একটু ভিন্নরকম, চিটার নাম্বার ওয়ান, নারী, কলুর বলুদ-২, এ শহরটা আমার জন্য না, কেন এমন হয় উল্লেখযোগ্য।