প্রথমবারের মতো ফতেয়াবাদ স্কুলে সহশিক্ষা কার্যক্রম চালু

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫২ পূর্বাহ্ণ

হাটহাজারীর প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয়ে প্রথম ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু করা হয়েছে। গত রবিবার থেকে প্রথম শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণীতে ছাত্রী ভর্তির মাধ্যমে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।

জানা যায়, ১৩২ বছর পূর্বে এলাকার শিক্ষানুগীরা স্থানীয় শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধার্থে ফতেয়াবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে এই বিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রম ছিল না।

বর্তমানে সরকারের নিদের্শনায় নারী শিক্ষা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সাথে পরামর্শ করে এবারে শিক্ষাবর্ষ থেকে ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু করেছে। গত রবিবার বিদ্যালয়ে প্রথম ছাত্রী হিসেবে ভর্তি হয়েছে ফয়জিয়া আকতার নামে শিক্ষার্থী।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতার ইতিহাস মুছে ফেলার চেষ্টা সফল হবে না
পরবর্তী নিবন্ধহাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে : আইন উপদেষ্টা