চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টেডএক্স চুয়েট’ আন্তর্জাতিক টেড এক্স লাইসেন্স প্রাপ্ত অনুষ্ঠান। আগামী ২৪ মে অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। ‘রেজিলিয়েন্স: রাইজিং বিহাইন্ড লিমিট’ থিমকে কেন্দ্র করে এই আয়োজন করা হচ্ছে। গত বৃহস্পতিবার এই কার্যক্রমের উদ্বোধন করেন চুয়েটের ভাইস–চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আবদুল মতিন ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন ইভেন্টের উপদেষ্টা ও চুয়েটের ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি’র পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, চুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে আয়োজক দলের পক্ষ থেকে ওবায়দুল্লাহ আফজাল ও মুশফিকুর রহমান টেডএক্স চুয়েট–এর কাঠামো, লক্ষ্য ও মূল থিম নিয়ে আলোচনা করেন। ভাইস–চ্যান্সেলর এই আন্তর্জাতিক মানের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা ও সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে সাহায্য করবে। তিনি এ ধরনের আয়োজনে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।