প্রথমবারের মতো আইনবিদ লেখক সংবর্ধনা অনুষ্ঠিত

আইনজীবী সমিতির উদ্যোগ

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবী অডিটরিয়ামে প্রথমবারের মত আইনবিদ লেখক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। সমিতির যে সকল সদস্য আইন গবেষণা, সাহিত্য, সংস্কৃতি ও লেখালেখিতে বিশেষ অবদান রেখেছেন সমিতির উদ্যোগে তাদের সংবর্ধনা দিতে ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস আলেয়া, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল৭ এর বিচারক ফেরদৌস আরা, সিনিয়র সহকারী জজ শাহনেওয়াজ মনির প্রমুখ। সমিতির পাঠাগার সম্পাদক আহমদ কবির করিমের সঞ্চালনায় ও পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেম কামাল।

প্রধান অতিথি জেলা ও দায়রা জজ মো. সাইফুল ইসলাম বলেন, আইনজীবীরা শত ব্যস্ততার মাঝেও বিভিন্ন আইন গ্রন্থ লিখে সমিতিকে সমৃদ্ধ করার পাশাপাশি বিচার বিভাগের সুনাম অক্ষুণ্ন রেখেছেন। এবারের অনেক প্রথিতযশা আইনজীবীর বই বিচার বিভাগে রেফারেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে। অদূর ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান লেখক আইনজীবীদের লেখালেখির প্রতি আগ্রহী, অনুপ্রাণিত ও সম্মানিত করবে বলে আমার বিশ্বাস। বারের পক্ষ থেকে এ ধরনের আয়োজন বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধিতে সহায়ক। আইন পেশা অত্যন্ত মহৎ পেশা উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি বার ও বেঞ্চের সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে পরস্পরকে যথাযথ সম্মান করার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। যে সকল আইনজীবীকে সংবর্ধনা প্রদান হয়েছে, তারা হলেনপ্রয়াত মৃদুল কান্তি রক্ষিত, মরহুম বদিউল আলম, প্রয়াত পূর্ণেন্দু বিকাশ চৌধুরী, মরহুম মো. আবদুল মালেক, শামসুদ্দিন আহমেদ মির্জা, শম্ভু নাথ নন্দী, মুহাম্মদ ইদ্রিস, কাজী মোহাম্মদ সরওয়ারুল ইসলাম, . মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী, কামরুন নাহার বেগম, এ এস এম কামাল আমরোহী, শংকর প্রসাদ দে, আবু মোহাম্মদ জিয়া হাবীব আহসান, গাজী সাহেদা বেগম, মো. আনোয়ার আলী, মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম, তাপস চৌধুরী, মো. কাশেম কামাল, মোহাম্মদ নুরুস ছফা, মো. নুর মোস্তফা, . মঈন উদ্দিন আহমেদ, সুভাষ কান্তি রুদ্র, জাফর ইকবাল, মোহাম্মদ নজরুল ইসলাম, সুসেন কান্তি দাশ, মুহাম্মদ ইকবাল হাসান, ইয়াসিন আরাফাত সাজ্জাদ, আরজুমুন আকতার, রক্তিম চন্দ্র নাথ, অভিনন্দন ধর, দেবাশীষ বড়ুয়া, মো. আরিফুর রহমান, মুহাম্মদ লোকমান হোসাইন হাওলাদার, মোহাম্মদ গোলাম মাওলা মুরাদ, মোহাম্মদ কাইছার হামিদ, দেবাশীষ দে, মু. রায়হান সোবহান, আবদুল্লাহ মোহাম্মদ ইকবাল প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের সমিতির মনোগ্রাম খচিত সম্মাননা ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরোটারী ক্লাব চিটাগং ইস্টের শিক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধচন্দনাইশে তিন পাহাড়ি সন্ত্রাসীকে ধরে পুলিশে দিল জনতা