প্রত্যেক সড়কের মোড়ে সিগন্যাল লাইট চালু করা হোক

| সোমবার , ২ ডিসেম্বর, ২০২৪ at ৬:৩৬ পূর্বাহ্ণ

৫ই আগস্টের পরে আইন শৃঙ্খলা অবনতি হলে পুলিশ ট্রাফিক থানা ছেড়ে গা ডাকা দিলে ছাত্ররা

ট্রাফিক দায়িত্ব পালন করে।

তাও যানজট কমেনি।

ইদানীং দেখা যাচ্ছে যততত্র যানজটের ফলে পথচারীর দুর্ভোগ, ডেলিভারি রোগী, হার্টের রোগী, যাতায়াতের দুর্ঘটনায় আহত রোগীদের নেওয়ার সময় এই যানজট খুবই বিপজ্জনক।

তাই প্রত্যেক সড়কের মোড়ে সিগন্যাল লাইট চালু করার

জোর দাবি জানাচ্ছি।

 

এম এ সালাম

পাহাড়তলী,

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধবিমল মিত্র : জনপ্রিয় বাঙালি ঔপন্যাসিক
পরবর্তী নিবন্ধকৈশোর