চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, যৌতুক ও মাদক জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে এসব বন্ধ হবে। পীরে তরিক্বত আল্লামা আবুল কাশেম নূরী এ ধরনের গণমুখী উদ্যোগ নেয়ায় ধন্যবাদ জানান এবং সবরকম সহযোগিতার আশ্বাস দেন। গত ২৫ ফেব্রুয়ারি আন্জুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন মহাসমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী মুহাম্মদ ফোরকান রেজা, যুগ্ম আহ্বায়ক আবু ছালেহ আঙ্গুর, মুহাম্মদ আবুল হাসান, মুহাম্মদ জাহিদুল হাসান রুবায়েত, সদস্য সচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ ওসমান গনি জাহাঙ্গীর, এস এম ইকবাল বাহার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।