প্রত্যাহারে সনাতন জাগরণ মঞ্চের সমাবেশ

রাষ্ট্রদ্রোহ মামলা

আজাদী প্রতিবেদন | শনিবার , ২ নভেম্বর, ২০২৪ at ৯:০৩ পূর্বাহ্ণ

চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারে আগামী সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সনাতন জাগরণ মঞ্চ। গতকাল নগরীর চেরাগী মোড়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে মঞ্চের নেতারা মামলা প্রত্যাহার করা না হলে বিশ্বব্যাপী এই আন্দোলন ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রতিবাদ সমাবেশে হাজার হাজার সনাতনী নরনারী অংশগ্রহণ করেন। সনাতন জাগরণ মঞ্চের নেতারা নগরীর ডিসি হিল, জামাল খান মোড়, আসকার দীঘির পাড়, আন্দরকিল্লায় সনাতনীদের সমাবেশে আসতে বাধা দেয়ার অভিযোগ করেন।

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের সমন্বয়ক স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে ও সমন্বয়ক সুমন দে’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসুদেব আশ্রমে অধ্যক্ষ বিপ্লব চৈতন্য মহারাজ, অজপানন্দ ব্রহ্মচারী, রণনাথ ব্রহ্মচারী, রিগান চৈতন্য দাস, তাপসানন্দ ব্রহ্মচারী, অকিঞ্জন গোর দাস ব্রহ্মচারী, দারুব্রহ্ম জগন্নাথ দাস ব্রহ্মচারী, সুচারু কৃষ্ণ দাস, পরিতোষানন্দ মহারাজ, শ্রীল সুধারাম মহারাজ, মিলন শর্মা, কুশল বরণ চক্রবর্তী, কাঞ্চন আচার্য্য, ডা. যীশুময় দেব, জুয়েল আইচ, সুব্রত দাস আকাশ, টিটু শীল, রুবেল দাস, লিংকন তালুকদার, সুহৃদ গৌরাঙ্গ দাস, অমিত পাড়িয়াল প্রমুখ।

স্বতন্ত্র গৌরাঙ্গ দাস বলেন, আমরা প্রশাসনকে সময় দিয়েছি আগামী ৪ নভেম্বর পর্যন্ত। এরমধ্যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ অন্যদের নামে দায়েরকৃত ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে সারাদেশের সনাতনীরা ক্ষোভে ফেটে পড়েছে। সারাদেশে সনাতনীরা মাঠে নেমেছে। যদি অবিলম্বে মামলা প্রত্যাহার না হয় তবে বিশ্বব্যাপী এই আন্দোলন ছড়িয়ে পড়বে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী। সময় আছে সনাতনীদের ৮ দফা বাস্তবায়ন করুন এবং ‘মিথ্যা’ রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার করুন। আর ওই ফিরোজকে কে ইন্ধন দিয়েছে তা বের করুন। কারণ সে দেশে সামপ্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার পাঁয়তারা করছে। ফিরোজকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করার দাবি জানান তিনি। সমাবেশ থেকে আগামী ৩ নভেম্বর সারাদেশে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি এবং ৪ নভেম্বর মামলা প্রত্যাহারের সময়সীমা বেধে দেওয়া হয়।

উল্লেখ্য, গত বুধবার নগরীর কোতোয়ালী থানায় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। দুই মাস ধরে সনাতন জাগরণ মঞ্চ আট দফা দাবিতে আন্দোলন করে আসছে। এর অংশ হিসেবে ২৫ অক্টোবর লালদীঘি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশ থেকে যাওয়ার সময় নিউমার্কেট এলাকায় জাতীয় পতাকার অবমাননার অভিযোগে মামলাটি করেন নগরীর মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ফিরোজ খান। মামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড়ে প্রতিবাদ সমাবেশ করে সনাতন জাগরণ মঞ্চ। এতে গতকাল ৬৪ জেলায় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধদেনার ভারে জর্জরিত চসিক
পরবর্তী নিবন্ধসাইবার আক্রমণ রুখতে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলল কেন্দ্রীয় ব্যাংক