বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী কর্তৃক বাস্তবায়নাধীন নিরাপদ অভিবাসন বিষয়ক প্রকল্প ’সিমস প্রকল্প’ এর মাঠ পর্যায়ের কর্মীগণের সমন্বয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ১ ফেব্রুয়ারি চট্টগ্রামস্থ এশিয়ান এসআর হোটেলের বেনকুইট হলে অনুষ্টিত হয়।
উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন চট্টগ্রাম স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বদিউল আলম। প্রত্যাশীর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমের সভাপতিত্বে ও সিমস প্রকল্প ব্যবস্থাপক বশির আহম্মদ মনির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ, এবিএম ফরহাদ আল করিম, প্রত্যাশীর সহকারি পরিচালক (প্রশিক্ষণ) মো. সেলিম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বদিউল আলম বলেন- দেশের দ্বিতীয় বৃহত্তম আয়ের খাত হচ্ছে রেমিট্যান্স, তাই রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ গুরুত্ব প্রদানএখন সময়ের দাবি। তিনি আরো বলেন-প্রবাসি ও তাদের পরিবারের জন্য সরকারিভাবেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সময় তিনি দক্ষ হয়ে ও জেনে-বুঝে বিদেশ যাওয়ার উপর গুরুত্বারোপ করেন এবং চট্টগ্রামে নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে সরকারের পাশাপাশি প্রত্যাশীর চমৎকার উদ্যোগের প্রশংসা করেন।
সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং আন্তজার্তিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশ-এর সহায়তায় উক্ত প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রত্যাশী।












