প্রত্যাশীর ৪০তম বার্ষিক সাধারণ সভা

| শনিবার , ১৫ জুলাই, ২০২৩ at ৮:৫০ পূর্বাহ্ণ

প্রত্যাশীর ৪০তম বার্ষিক সাধারণ সভা কার্যনির্বাহী পর্ষদের সভাপতি বাদল কান্তি চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মো. সেলিমের সঞ্চালনায় গত ১৩ জুলাই সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো. ওয়াহীদুল আলম, সমাজসেবা অফিসার মো. আশরাফ উদ্দিন ও মো. সোহানুর মোস্তফা শাহরিয়ার। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু করা হয়। সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম সাধারণ পরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রত্যাশী সুনামের সাথে দীর্ঘ ৪০ বৎসর যাবত তার কার্যক্রম বাস্তবায়ন করে আসতে পেরেছে এবং ভবিষ্যতেও করতে পারবে বলে আমি আশাবাদী। এরপর দেশের বরেণ্য ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব পাঠ করেন সংস্থার কার্যনির্বাহী পরিষদের সাবেক সভাপতি প্রফেসর ড. রাশিদা খানম। শোক প্রস্তাব পাঠ শেষে তাঁদের আত্মার শান্তি কামনা করে তাঁদের স্মৃতির উদ্দেশ্য ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক দিলারা বেগম গত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী ও সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম কার্যক্রম প্রতিবেদন ২০২২২০২৩ (খসড়া) উপস্থাপন করেন। কোষাধ্যক্ষের পক্ষে সংস্থার সহকারি পরিচালক (অর্থ) মো. শফিউল বশর ২০২২২০২৩ অর্থ বৎসরের আর্থিক প্রতিবেদন ও বার্ষিক বাজেট (জুলাই ২০২৩ থেকে জুন ২০২৪) উপস্থাপন করেন। বিভিন্ন প্রতিবেদনের উপর আলোচনায় অংশগ্রহণ করেন, সাংবাদিক এম নাসিরুল হক, জাফর আহম্মদ, মো. আব্দুল মান্নান, বাদল কান্তি চৌধুরী, প্রফেসর মো. আব্দুল হাই, মো. আলী, এডভোকেট আশীষ কিরণ দাশ প্রমুখ। উত্থাপিত কার্যবিবরণী, কার্যক্রম ও আর্থিক রির্পোট এবং আগামী অর্থ বৎসরের বাজেট সকলের সর্বসম্মতিতে অনুমোদিত হয়। সভায় উপস্থিত ছিলেন, মো. নাছিম হায়দার, পরিচালক (মাইক্রোফিন্যান্স), সৈয়দ শহিদ উদ্দিন, পরিচালক (প্রোগ্রাম) প্রত্যাশীসহ সংস্থার সাধারণ পরিষদের সদস্যবৃন্দ ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে রোড টু পাবলিক ইউনিভার্সিটি বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে ক্র্যাশ প্রোগ্রাম ও লিফলেট বিতরণ