কাক ডাকা ভোর, আমি হাঁটছি একা
কাঁপছি হিম হিম শীতে, পড়ছি লেখা
চারপাশে পাহাড়ঘেরা শান্ত পরিবেশ
সবুজ সমারোহের নেই কোনো শেষ।
শিশির বিন্দু জমেছে গাছের শীষে
ঝিকঝিক রৌদ্রতাপে গিয়েছে মিশে
কতদূর যেতেই পেলাম তার দেখা
আমায় দেখালে মাটির ওপর লেখা।
মোহাম্মদ নূর উদ্দীন | সোমবার , ৬ জানুয়ারি, ২০২৫ at ৮:২৫ পূর্বাহ্ণ