এই তো আমি,
আমি এখানেই আছি দাঁড়িয়ে ু
প্রতীক্ষার পাটাতনে।
আমার ভেতরে দৃশ্যমান এক নিবিড় সূর্যোদয়,
সন্দেহের অন্ধকার দূর হয় হয়।
দৃশ্যের পর দৃশ্য যায় সরে সরে ু
আমি খুঁজি তোমাকে দৃশ্যের অন্তরালে।
এই তো আমি
আমি এখানেই আছি দাঁড়িয়ে,
নিজেদের বোঝাপড়ার তীব্র আকাঙক্ষার প্রান্তরে।
রাস্তাটা ভাঙা হলেও
তুমি সকল মান্যতা দিয়েছ পথের ধুলোকে।
এবার আমি বেদনার গান ভুলেছি
তোমার প্রত্যাবর্তনে।