প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ আয়োজন প্রত্যয় সাংস্কৃতিক উৎসব গত ৮ নভেম্বর অনুষ্ঠিত হয়। উৎসবে অংশ নেন প্রত্যয়ের বিভিন্ন বিভাগের ২৫০ জন শিক্ষার্থী। প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবে অতিথি ছিলেন মুছা নূর চেমন স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ডা. তাসলিম চৌধুরী, পটিয়া উপজেলা সহকারী প্রোগ্রাম অফিসার সুলতানা রাজিয়া, প্রত্যয়ের নির্বাহী সদস্য এস এম হারুনর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি। ডা. তাসলিম চৌধুরী বলেন, সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই আলোকিত মানুষ গড়া সম্ভব।
একাডেমির সদস্য নীহারিকা পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রত্যয়ের সিনিয়র সদস্য শিবু মল্লিক, নিতাই পদ নাথ, জয় শীল, রবিউল হোসেন আকাশ, হৈমন্ত দে। সংগীত, নৃত্য, চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজনের পর অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।