তার বাবা খালিদ হাসান মিলু ছিলেন বাংলাদেশের শ্রোতা সমাদৃত নন্দিত কণ্ঠশিল্পী। বাবা নেই, বাবার মতোই গানের ভুবনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান। প্রতীক যখন গান গাওয়া শুরু করেন, তখন তার কণ্ঠে শ্রোতা’রা তার বাবাকেই খুঁজে বেড়াতেন। প্রতীকও তার বাবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা অটুট রেখে গান করে চলেছেন।
এরইমধ্যে বহু জনপ্রিয় গানও উপহার দিয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় গেলো মে মাসে তার কণ্ঠে প্রকাশ হয় নতুন মৌলিক গান ‘প্রতারণা’। সাংবাদিক ফয়সাল রাব্বিকিনের লেখা ও সুর-সংগীত করেছেন রেজওয়ান শেখ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। এতে প্রতীকের সঙ্গে মডেল হিসেবে আছেন আনিলা। এরইমধ্যে গানটি শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। গানটির শ্রোতাপ্রিয়তা নিয়ে ভীষণ মুগ্ধ প্রতীক হাসান।
এদিকে গানে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতীক। তিনি জানান আগামী শুক্র ও রোববার আরো দু’টো নতুন মৌলিক গানে কণ্ঠ দেবেন। একটি গান আরটিভি’র জন্য, আরেকটি গান জামাল হোসেনের লেখা ‘রঙ্গন মিউজিক’র জন্য। এই দু’টি গানে ভয়েজ দেবার জন্য নিজেকে প্রস্তুত করছেন। প্রতীক হাসান সর্বশেষ দ্বৈত গান করেন ঝিলিকের সঙ্গে। ফিরোজ প্লাবনের কথা ও সুরে। প্রতীক হাসান স্টেজ শো’তেও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। আগামী কয়েকদিন ঢাকা ও ঢাকার বাইরে তার স্টেজ শো রয়েছে। স্টেজ শো গুলোতে প্রতীক হাসান তার নিজের মৌলিক গান গাওয়ার পাশাপাশি তার বাবার গাওয়া জনপ্রিয় গানগুলোও গেয়ে থাকেন।