প্রতীক ভিত্তিক নির্বাচনের মাধ্যমে সংসদে নিম্ন কক্ষ গঠনের দাবি

গণঅধিকার চর্চা কেন্দ্র চট্টগ্রামের সভা

| শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ১১:২৪ পূর্বাহ্ণ

চকবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে গতকাল শুক্রবার গণঅধিকার চর্চা কেন্দ্র চট্টগ্রামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাস্টার নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. মাহফুজুর রহমান। আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা আজম সাদেক, মুক্তিযোদ্ধা রাজা মিয়া, মুক্তিযোদ্ধা আহম নাসিরউদ্দিন চৌধুরী, . শিব প্রসাদ সুর, ইউসুফ মোহাম্মদ, রিজওয়ানুর রহমান খান, মুক্তিযোদ্ধা আবুল কাসেম, মুক্তিযোদ্ধা শফি খান, মুক্তিযোদ্ধা দেওয়ান মামুন, মুক্তিযোদ্ধা সুজাউদ্দোলা বাবুল, হাসিনা আকতার, আবু জাফর মাহমুদ, মোরশেদুল আলম, মো নুরুল হাদী, মো হাকিম মোল্লা, রোকনউদ্দিন আহমদ, এএসএম কামরুল ইসলাম, সিঞ্চন ভৌমিক, নুরুল হুদা, আবদুল মাবুদ, আইয়ুব আলী, সায়েমউদ্দিন, মো নুরুল কাদের, নাফিজ সালেহীন, আমানুল্লাহ খান ও এম নুরুল হুদা চৌধুরী। সভা পরিচালনা করেন কেন্দ্রের সদস্যসচিব মশিউর রহমান খান। সভায় বক্তারা বলেন, দেশে শাসন কাঠামো সংস্কারের যে সব প্রস্তাবনা আসছে তা কেবলমাত্র রাজনৈতিক দলের স্বার্থই রক্ষা করবে। এই রাজনৈতিক দলগুলোর অনেকেই দীর্ঘ বছর বাংলাদেশের শাসন ক্ষমতায় থেকেও মুক্তিযুদ্ধের ঘোষিত লক্ষ্যের কোনোটিই বাস্তবায়ন করতে পারেনি। মুক্তিযুদ্ধের ঘোষিত লক্ষ্যসমূহ বাস্তবায়িত হলে বাংলাদেশে অনেক আগেই একটি বৈষম্যহীন অথবা কল্যাণকর রাষ্ট্রে পরিণত হতো।

সভায় আগামী নির্বাচনে প্রতীক ভিত্তিক ইলেকশনের মাধ্যমে নিম্ন কক্ষ গঠনের দাবি জানিয়ে বলা হয়, কোনো দল এককভাবে ৫০ ভাগের উপর ভোট না পেলে ১ম ও ২য় ভোটপ্রাপ্ত দুটো দলের মাঝে আবারো প্রতিদ্বন্দ্বিতা হবে। এইভাবে সংখাগুরুর শাসন প্রতিষ্ঠা হবে এবং নিম্ন কক্ষ সরকার গঠন করবে। সভায় কৃষি শ্রম কর্ম পেশার প্রতিনিধি, জেলা, সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভার প্রতিনিধি এবং নিম্ন কক্ষ থেকে কিছু প্রতিনিধি নিয়ে উচ্চ কক্ষ গঠনের দাবি জানানো হয়। উচ্চ কক্ষের দায়িত্ব থাকবে সরকার যাতে স্বৈরাচারী হতে না পারে তার যাবতীয় ব্যবস্থা করা ও গণবিরোধী আইন পাশে বাধা দান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছিনতাইয়ের অভিযোগে রাঙ্গুনিয়ায় কিশোর গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধএল কে সিদ্দিকী ব্যক্তিত্ব এবং সততায় অটল ছিলেন : আসলাম চৌধুরী