কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের চার প্রার্থীসহ মোট ৪৭ প্রার্থীর মাঝে গতকাল সোমবার প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। আর প্রতীক বরাদ্দ পাওয়ার পরই প্রচারণায় নেমেছেন প্রার্থী ও তাদের সমর্থকেরা। প্রতীক বরাদ্দ পাওয়া চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন আওয়ামী লীগ সমর্থিত মোস্তাক আহমদ চৌধুরী (মোটর সাইকেল), আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার (তালগাছ), জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি শাহীনুল হক মার্শাল (আনারস) ও মঙ্গল পার্টির নেতা জগদীশ বড়ুয়া পার্থ (প্রজাপতি)। এছাড়া সংরক্ষিত তিন ওয়ার্ডের সদস্য পদে ১১ জন এবং ৯ সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩২ জন প্রার্থীর মাঝেও গতকাল প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
গত রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর মধ্যে ৫ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী না থাকায় মো. আরিফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন বলে জানা গেছে।
জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদৎ হোসেন বলেন, কঙবাজার জেলা পরিষদ নির্বাচনে ৪টি পৌরসভার মেয়র ও কাউন্সিলর, ৮টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, ৭১টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য মিলে মোট ভোটার ৯৯৪ জন। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, নির্বাচনে আইন বিচ্যুতির কোনো সুযোগ নেই। ৯টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল পদক্ষেপ নেয়া হবে।












